গান বিষয়ে অচিনপুরীর বক্তব্যঃ এটা একটা সিলেটি ভাষার গান। অনেকটা ফানি আঙ্গিকের গান। অনেক দিন পর বিদেশ ফেরত ভাইয়ের সাথে দেখা। খোঁজ খবর নেওয়া, এটা সেটা আলাপচারিতা সিলটি রেওয়াজ। আলাপের মধ্যে দেশের খবর, বিদেশের খবর, স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, স্বজন-পরিজনের বিষয় কিছুই বাদ যায় না। সবচেয়ে বড় বিষয় হলো সারল্য ও আন্তরিকতা। এটা সিলেটি ঐতিহ্য। তবে চরিত্রের ধূমপানটি নিশ্চয়ই ভালো নয়। সমাজে বিদ্যমান অসংখ্য চরিত্রের মধ্য থেকে একটা চরিত্র উপস্থাপন করেছি মাত্র। এই চরিত্রের ভাল মন্দ দিক আছে। মানুষ এই চরিত্র থেকে যার যার মত করে শিক্ষা নিবে। অচিনপুরী নিজে ব্যক্তিগতভাবে ধূমপান করেন না। একটা চরিত্র উপস্থাপনের স্বার্থে এখানে ধূমপান দেখানো হয়েছে। এই চরিত্রের উল্লেখযোগ্য দিকগুলো হলো আত্মীয়তা, সামাজিকতা, আন্তরিকতা, সারল্য। দেশীয় ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে মতামত, পাণ্ডিত্য ও ধূমপান দৃষ্টিকটু লাগতে পারে। আপনারা সবাই অচিনপুরীর সাথে থাকুন, অচিনপুরীর জন্য দোয়া করুন। গানঃ ও ভাইছাব ভালানি কথা, সুর ও কন্ঠঃ ডাঃ জহির অচিনপুরী মিউজিকঃ খায়রুল ইসলাম দিপু ভিডিওগ্রাফিঃ মানিক অভিনয়ঃ ডাঃ জহির অচিনপুরী, আহমদ আলী, মিজানুর রহমান ও আব্দুল মনাফ #সিলেটিগান #সিলেটিনাটক #অচিনপুরীগান