দেশের শিক্ষা ব্যবস্থায় সৃজনশীল পদ্ধতি কি সৃজন করতেছে ? জরুরী ভেবে দেখতে হবে। মোবাইল নির্ভর ছাত্র ছাত্রীরা পড়াশোনার পেছনে তেমন মেহনত সাধনা না করেই ডাক্তার, ইঞ্জিনীয়ার, উকিল হয়ে যাচ্ছে । ফলে কোয়ালিটি নষ্ট হচ্ছে। না শিখে, সাধনা ছাড়াই শিল্পী হয়ে যাচ্ছে। মোট কথা, মেধা ও সাধনা ছাড়া দেশ চলছে। এ থেকে আমাদের উত্তরণ দরকার। প্রকৃত জ্ঞান ও মেধার চর্চা বাড়াতে হবে। তবেই আমরা জাতি হিসেবে এগুতে পারবো। এই গানটি একটি সার্কাজম । পিতা তার ছেলেকে বলছে, দেশের যে পরিস্থিতি তাতে ভালো করে পড়াশোনা করে, মেধার চর্চা করে লাভ নেই। বরং সাধনা ছাড়াই ডাক্তার, ইঞ্জিনীয়ার, উকিল সব হওয়া সহজ। না শিখেই মানুষ শিল্পী হচ্ছে। তাই এত কষ্ট করে সাধনা করার ছেয়ে কাঁথার নীচে শুয়েই লাখ টাকার স্বপ্ন দেখুক, মোবাইল টিপুক আর কুত কুত খেলুক । গানঃ কুত কুত কুত কথা, সুর ও কন্ঠঃ ডাঃ জহির অচিনপুরী মিউজিকঃ তুহিন হোসেইন ভিডিওগ্রাফিঃ শাহরিয়ার আহ্মেদ ভিডিও এডিটঃ আহমেদ তানিম অভিনয়ঃ অচিনপুরী ও নীলাদ্রি দাস #তৈ_তৈ_তৈ_তৈ #বৈয়ম_পাখি লিরিক্সঃ ———— কুত কুত কুত কুত, তুই ভাবিস নারে পুত, লাখ লাখ টেখা পাইবে রে তুই কেঁথার তলে হুত।। কি রে বাবা, খুব খুশি লাগের? সৃজনশীল পদ্ধতি, খুব পড়ার দরকার নাই, এ প্লাস পাইবায় তুমি মোবাইল টিপাই টিপাই। পরীক্ষায় বইবায়, আর নম্বর পাইলিবায় নম্বর বাড়াই দিবো তোমায় যতই থাকুক খুঁত।। না রে বাবা, লাগবে না সাধনা, মন চাই পদ্ধতি, খুব সহজে হইবায়, ডাখতর, ইঞ্জিনিয়ার, উকিল যেতা মন চায়। গান গাইলিবায়, আর শিল্পী হই যাইবায় তালি দিয়া কইবো সবাই হইছে খুব অদ্ভুত।।