সমাজে সঠিক পদে সঠিক লোক নাই, যোগ্য স্থানে যোগ্য মানুষ নাই। এজন্য পদে পদে আপদ বিপদ লেগে আছে। অযোগ্য মানুষ গায়ের জোরে গুরুত্বপুর্ণ পদ দখল করে আছে আর অন্যায়ভাবে ছড়ি ঘুরাচ্ছে । এভাবে সঠিক উন্নয়ন হবে না । ঘরের থনি ) খুঁটি কমজোর হলে ঘর ধ্বসে যায়। ঠিক তেমনি জাতীয়ভাবে যোগ্য পদে যোগ্য লোক না বসালে জাতি ধ্বংস হয়ে যাবে। সিলেটি এই গানে ‘মিয়াছাব’ মানে মৌ্লানা সাহেব, ‘ফুড়ি’ মানে মেয়ে, ‘বেকামা’ মানে অযোগ্য, ‘থনি’ মানে ঘরের খুঁটি । গানের কথা, সুর ও কন্ঠঃ ডাঃ জহির অচিনপুরী মিউজিকঃ তুহিন হসেইন ভিডিওগ্রাফি ও এডিটঃ রাজন আহমদ শ্যুটিং – মনাফ, শামিম চৌধুরি, রবিউল কৃ্তজ্ঞতা স্বীকারঃ তানিম চৌধুরী ও শামিম চৌেধুরী, কুমারপাড়া, সিলেট। #সিলেটিগান #আধুনিকগান