মুই ভালা নায়

কথা, সুর ও কণ্ঠঃ জহির অচিনপুরি

মিউজিকঃ সামিউর রহমান

দোতারাঃ হাবিবুর রহমান

বাঁশিঃ আবু তাহের

হাত বায়াঃ শুভ

আমরা শুধু পরের দোষ ধরতে অভ্যস্ত।শুধুই অন্যের দিকে অঙ্গুলি নির্দেশ করি – অমুক ভাল নয়, তমুক ভাল নয়। কিন্তু বেশি প্রয়োজন ছিল আত্মসমালোচনার। আমাদের ভাবতে অভ্যস্থ হতে হবে যে – আমি ভাল নয় তাই জগত ভাল চলছে না। আমি ভাল চললে জগতও ভাল চলবে। এই বোধ যদি সকলের মধ্যে আসে, তবেই জগতে শুদ্ধি আসবে, জগত ভাল হবে।। শুধু শুধু পরচর্চা দ্বারা জগতে অশান্তিই বিস্তৃত হবে। ভিডিও শ্যুটঃ দোতারাঃ ফয়সল, বাঁশিঃ মনাফ #আত্মশোধনেরগান #মরমীগান #সিলটিগান Lyrics: ওগু ভালা নায়, তে হগু ভালা নায়, ইতা ভালা নায়, তে হিতা ভালা নায়। নারে নারে নারে নারে মুই ভালা নায় তাই জগত ভালা নায়।। অচিনপুরী কওছাইন তোমার ছউক ভালা নি, মাইনষর ভালা দেখিয়া গতরো জ্বালা ধরে নি? তুমি দেখি বাউগোর (হিসেবী) কানা, অউ দেখো তে হউ দেখো না, কোনু সময় ছউক খোলো না মজা পাইলে ছউক মুজো (বুজো) না। ছউকর ব্যবহার ভুলিয়া, আথারে পাথারে চাইয়া- শেষ বিচারে গিয়া তুমি পার পাইতায় নায়।। অচিনপুরী কওছাইন তোমার মুখ ভালা নি, তোমার মাত (কথা) হুইন্যা মাইনষর জ্বালা জুড়ায় নি? মাতর মাঝে খুব সিয়ানা হাছা মিছা বুজা যায় না, কোনু সময় মুখো তালা কোন সময় কান ঝালাপালা, মুখর ব্যবহার ভুলিয়া, জিফরার লাগাম না ধরিয়া, শেষ বিচারে গিয়া তুমি পার পাইতায় নায়।। অচিনপুরী কওছাইন তোমার মন ভালা নি, মনর মাঝে রাজা উজির মারি ফালাও নি? মনর মাঝে সাপর প্যাছ। সুযোগ পাইলে মারো ন্যাছ (ছোবল), মনর মাঝে চোরাবালি সরল অংকে জোড়াতালি, সহজ মানুষ না হইয়া, মনর ময়লা না মুছিয়া, শেষ বিচারে গিয়া তুমি পার পাইতায় নায়।।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *